সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১১

পরিবর্তন করুন রিসাইকেল বিনের মেমোরি

রিসাইকেল বিনের জন্য সাধারণত প্রতিটি ড্রাইব এর ১০% মেমোরি বরাদ্দ থাকে। মেমোরির এ বরাদ্দ পরিবর্তন করে আপনি আরও বেশি মেমোরি নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এ জন্য প্রথমে রিসাইকেল বিনের উপর মাউসের ডান বাটন চাপুন। এরপর Properties এ গিয়ে প্রত্যেকটি ড্রাইব এর জন্য ইচ্ছানুযায়ী মেমোরি বরাদ্দ করুন।

চোখের যন্তের দায়িত্ব পালন করবে কম্পিউটার

কম্পিউটারের মনিটরের উজ্জলতা অটোমেটিক ভাবে পরিবর্তিত করতে ব্যবহার করতে পারেন F.lux নামের এই সফটওয়ারটি। সফটওয়ারটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন নিচের ঠিকানা থেকে । এই সফটওয়ারটি কম্পিউটারের মনিটরের উজ্জলতা অটোমেটিক ভাবে পরিবর্তিত করে চোখের যন্ত নেয়।